Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস: এবার যবিপ্রবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

যশোর প্রতিনিধি

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস: এবার যবিপ্রবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

যুদ্ধাপরাধী মামলায় দণ্ডিত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইকরামুল কবির দ্বীপকে বহিষ্কার করা হয়েছে। 

তবে, বহিষ্কৃত ছাত্রলীগ নেতার দাবি, তাঁর ছবি ও নাম ব্যবহার করে ভুয়া আইডি থেকে এই পোস্ট করা হয়েছে। এত দিন পর বহিষ্কারাদেশ রাজনীতিকভাবে উদ্দেশ্যমূলক। 

আজ রোববার সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে তাঁকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশও করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কাজে জড়িত থাকায় তাঁকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির কাছে স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে। তবে, বহিষ্কারের সুনির্দিষ্ট কোনো কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। 

অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইকরামুল কবির দ্বীপ বলেন, ‘আমার ছবি ও নাম ব্যবহার করে ভুয়া আইডি থেকে এই পোস্ট করা হয়েছে। এই ঘটনায় থানায় জিডিও করা হয়েছে। মূলত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের সঙ্গে মতাদর্শের বিরোধ থাকাতে ষড়যন্ত্র করে আমাকে বহিষ্কার করা হয়েছে।’ 

দ্বীপ আরও বলেন, ‘ঢাকায় ছাত্র সমাবেশে ক্যাম্পাস ছাত্রলীগের নেতা-কর্মীদের পৃথকভাবে নিয়ে যাওয়াতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক ক্ষুব্ধ হন। সেই কারণে চক্রান্ত করে সাঈদীর মৃত্যুর এত দিন পর আমাকে বহিষ্কার করা হয়েছে। এত দিন পর বহিষ্কার করা রাজনীতিকভাবে উদ্দেশ্যমূলক ছাড়া কিছু না।’ 

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নম্বরে ফোন করা হলে তারা কেউ ফোন রিসিভ করেনি।

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে