খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা অভিযোগ করেন, রেজিস্ট্রেশন ফি কমানোর নামে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে নাটক করেছে এবং অযৌক্তিক ফি বহাল রেখে পুনরায় রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে সমবেত হন। এরপর তাঁরা বিভিন্ন স্লোগান দিতে দিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’, ‘প্রশাসনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘প্রশাসনের লিয়াজোঁ, মানি না মানব না’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, রেজিস্ট্রেশন ফি কমানোর কথা বলে প্রশাসন আমাদের সঙ্গে নাটক করেছে। অযৌক্তিক ফি এখনো কমানো হয়নি। কমিটি করে রেজিস্ট্রেশন ফি পুনর্নির্ধারণের নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এই অন্যায় মানি না।
ফার্মেসি ডিসিপ্লিনের শিক্ষার্থী সাইফ নেওয়াজ বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল রেজিস্ট্রেশন ফি কমানো। কিন্তু শিক্ষার্থীদের সান্ত্বনা দেওয়ার জন্য নামমাত্র রেজিস্ট্রেশন ফি কমানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি অবিলম্বে রেজিস্ট্রেশন ফি না কমায় তাহলে আমরা এর কঠোর প্রতিবাদ করব।’
গত ২৮ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ডিসিপ্লিনের কোর্স রেজিস্ট্রেশন ফি ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ, পরীক্ষার খাতায় কোডিং পদ্ধতির প্রচলনসহ প্রশাসনের কাছে ৩৭ দাবি উত্থাপন করেন সাধারণ শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন ফি পুনর্নির্ধারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী ১৩ নভেম্বর বুধবার রেজিস্ট্রেশন ফি পুনর্নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের দাবি না মেনে নামমাত্র রেজিস্ট্রেশন ফি কমানোর প্রতিবাদে রাতে বিক্ষোভে নামেন সাধারণ শিক্ষার্থীরা।