হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ছাত্রলীগ নেতা রোহান হত্যা মামলার আসামি গুলিবিদ্ধ

খুলনা প্রতিনিধি

আকাশ। ছবি: সংগৃহীত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আকাশ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া বন্ধনের মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত আকাশ পূর্ব বানিয়াখামার চৌধুরী গলির বাসিন্দা হাফিজুল ইসলামের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির উল গিয়াস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। গ্রেপ্তারের কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে মিয়াপাড়া বন্ধনের মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আকাশ। কিছুক্ষণের মধ্যে ৭ থেকে ৮ জনের একদল সন্ত্রাসী তাঁকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি আকাশের কোমরের পেছনে বিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।

পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

একটি সূত্রে জানা গেছে, আহত আকাশ ছাত্রলীগ নেতা রোহান হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে খুলনা থানায় একাধিক অভিযোগ রয়েছে। ওই সূত্র আরও জানায়, পূর্ব বানিয়াখামার এলাকার সাবেক সন্ত্রাসী শহীদুল ইসলাম তাঁর চাচা। সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর ভাই হত্যা মামলার বাদী ছিলেন আকাশের বাবা। সন্ত্রাসীরা তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য কয়েকবার বললেও তিনি মামলা তুলে নেননি। আকাশের বাবা হাফিজুল ইসলামকেও ২০০১ সালে নগরের একটি অভিজাত হোটেলের ভেতর সন্ত্রাসীরা গুলি চালিয়ে হত্যা করে।

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের