সাতক্ষীরার কলারোয়ায় ধান মাড়াই মেশিনের তারে জড়িয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর নাম চারুবালা (৭০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগীখালি ইউনিয়নের তরুলিয়া গ্রামের মৃত সন্তোষ বিশ্বাসের স্ত্রী।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে যুগীখালি ইউনিয়নের তরুলিয়া গ্রামে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান।
চারুবালার ছেলে রামপ্রসাদ বিশ্বাস জানান, তাঁদের বাড়ির বারান্দায় থাকা লোহার দরজার সঙ্গে ধান মাড়াই মেশিনের তার লেগেছিল। তাঁর মা চারুবালা ঘরের দরজা খুললেই বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে মারাত্মক আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুমায়ূন রশীদ তুষার বলেন, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি কলারোয়া থানাকে জানানো হয়েছে।
কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। গৃহবধূর পরিবার থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। তবে একটি অপমৃত্যু মামলা হয়েছে।