হোম > সারা দেশ > খুলনা

বিএনপিপন্থী ব্যবসায়ীদের দখলে নেওয়া খুলনা নৌপরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ

খুলনা প্রতিনিধি

খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকতকে আজ সোমবার সংগঠনটির পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ছবি: সংগৃহীত

খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকত আজ সোমবার সংগঠনটির দায়িত্ব নেন। গত ২৯ ডিসেম্বর সাধারণ ব্যবসায়ীদের বের করে দিয়ে সংগঠনটি বিএনপিপন্থী কয়েকজন ব্যবসায়ী দখলে নেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি তাঁকে দায়িত্ব দেওয়া হলেও নানা কারণে হুসেইন শওকতের দায়িত্ব গ্রহণে দেরি হয়। পরে মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় ব্যবসায়ীরা তাঁকে স্বাগত জানান।

জানা গেছে, ২৯ ডিসেম্বর সাধারণ ব্যবসায়ীদের বের করে দিয়ে সংগঠনটি দখল করেন বিএনপিপন্থী কয়েকজন ব্যবসায়ী। তাঁরা ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেন। তবে ওই কমিটির নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের সুবিধাভোগীরা। কমিটিতে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের মাধ্যমে বিপুল অঙ্কের টাকার লেনদেন হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়; যার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় সংগঠনটিতে প্রশাসক নিয়োগ করে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, গত ১১ ফেব্রুয়ারি প্রশাসক নিয়োগের আদেশ হওয়ার পরও অবৈধ কমিটির নেতারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তাঁরা সমিতির প্যাড ব্যবহার করে পিকনিকের নামে অর্থ আত্মসাতের চেষ্টাসহ সদস্যদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিলেন। যাঁরা এর বিরোধিতা করছিলেন, তাঁদের প্রতিষ্ঠান ও বাড়িতে বখাটে যুবকদের পাঠিয়ে হয়রানি এবং মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল।

ব্যবসায়ীরা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ হলে সেই সংগঠনের সব কমিটি বিলুপ্ত হয়ে যায়। তাঁদের কোনো কার্যক্রম পরিচালনার এখতিয়ার থাকে না। কিন্তু অবৈধ কমিটি প্রশাসক নিয়োগের পরও তড়িঘড়ি করে আর্থিক খাতগুলোর কর্মকাণ্ড দ্রুত বেগবান করার চেষ্টা করেন।

দায়িত্ব নিয়ে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকত আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব।’

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের