Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ছেলের লাঠির আঘাতে বাবা খুন

কুষ্টিয়া প্রতিনিধি

ছেলের লাঠির আঘাতে বাবা খুন

কুষ্টিয়ায় পারিবারিক বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবু শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া পৌরসভার চর মিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত বাবু শেখ কুষ্টিয়া পৌরসভার চরমিলপাড়া এলাকার মৃত মকবুল শেখের ছেলে।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত বাবু শেখের ছোট ছেলে রইজ জানান, তাঁর পিতা বাবু শেখ ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। সে সূত্রে তিনি ঢাকাতে থাকেন। কয়েক দিন আগে তিনি ঘরবাড়ি মেরামতের জন্য ঢাকা থেকে কুষ্টিয়ার নিজ বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকে তাঁর মেজো ছেলে রমিজ (২০) এর সঙ্গে সংসারে টাকা দেওয়া নিয়ে ঝগড়া বিবাদ চলতে থাকে।

অভিযুক্ত রমিজ একটি দড়ি বানানোর কারখানায় কাজ করেন। আজ শুক্রবার সকালে সংসারের খরচের জন্য বাবু শেখ মেজো ছেলের কাছে টাকা চাইলে রমিজ টাকা দেননি। এ সময় পিতা পুত্রের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে পিতা ওপর হামলা করেন রমিজ। রমিজের হাতে থাকা লাঠির আঘাতে পিতা বাবু শেখ মাটিয়ে লুটিয়ে পড়েন। এরপর পরই পালিয়ে যান রমিজ। পরে পরিবারের অন্যান্য সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় বাবু শেখকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, পারিবারিক বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবু শেখের মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত রমিজকে গ্রেপ্তারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। 

যশোরে বাসচাপায় নছিমনচালক নিহত

খুবির প্রধান ফটকে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন

মাগুরায় শিশু ধর্ষণ: আদালত চত্বর ছেড়ে দিয়ে মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

ছিনতাইকারী ধরে জুতার মালা পরাল জনতা

কোটচাঁদপুরে বিষ দিয়ে শিশুকে হত্যার অভিযোগে সৎমা গ্রেপ্তার

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

‘মেয়ের শ্বশুরবাড়ির ছাওয়ালগুলোর চরিত্র ভালো না, আমরা জানতাম না’

মাগুরায় আদালতের সামনে বিক্ষোভ, ধর্ষকদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর দাবি

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি, চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

বদনাম ঘোচাতে কঠোর, তবু থামছে না দখল