খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ১৭ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান।
নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. ফারজানা নাহিদ ও সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মো. সোহেল পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. রাশেদুর রহমান। অনুষ্ঠানে নবীন ও বিদায়ি শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এর আগে নবীনবরণ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।