খুলনার পাইকগাছায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মাছচাষি স্বপন মণ্ডল জানান, গতকাল রাত ১০টার দিকে তাঁর মাছের ঘের দেখতে যান। সেখান থেকে রাত ১২টার দিকে বাড়ি ফেরার পথে পুকুর দেখতে যান। পুকুরে গিয়ে তিনি দেখতে পান তাঁর পুকুরের ছোট-বড় দেশি মাছ মরে ভেসে আছে। লাখ টাকার মাছ নিধন হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত মাছচাষির।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর বলেন, ক্ষতিগ্রস্ত মাছচাষি স্বপন মণ্ডল বাদী হয়ে আজ শনিবার থানায় মামলা করেছে। মাছ কীভাবে মারা গেছে সে বিষয়ে তদন্ত চলছে।