হোম > সারা দেশ > খুলনা

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

খুলনা প্রতিনিধি

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। ছবি: আজকের পত্রিকা

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। আজ সোমবার বেলা পৌনে ২টায় ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দলীয় বিবেচনায় এবং আলোচিত শেখ বাড়ির আশীর্বাদপুষ্ট অযোগ্য মাহবুবুর রহমানকে এই বিশ্ববিদ্যালয়ে ভিসি বানিয়েছে। দুর্নীতিবাজ এই ভিসির তত্ত্বাবধানে যেভাবে বিশ্ববিদ্যালয় চালনা করা হচ্ছে আমরা চিকিৎসক সমাজ উদ্বিগ্ন।’

বক্তারা বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী আমলে অবৈধ নিয়োগকে সম্পূর্ণ বিলুপ্তি করতে চায় খুলনার জনগণ। তাঁরা বলেন, ‘একটি বিশেষ বাড়ির কোনো নিয়োগকে আমরা মানতে পারি না এবং মানব না। মানববন্ধনে চিকিৎসকেরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।’ না হলে সাধারণ চিকিৎসক সমাজ খুলনাবাসীকে সঙ্গে নিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে হুঁশিয়ারি দেন।

রকিবুল ইসলাম মতির সঞ্চালনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন বিএমএর সাবেক সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবুল, ড্যাব খুলনার সাংগঠনিক সম্পাদক ডা. এস এম আকরামুজ্জামান, খুলনা বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল কবির, ডা. বাপ্পি, ডা. আমান, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মনিরুজ্জামান প্রমুখ।

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই