ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে ধানখেত থেকে কৃষক রবিউল ইসলাম মাহমুদের (৪৬) মরদেহ উদ্ধার করা হয়।
রবিউল ইসলাম মাহমুদ উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত আবু বকস্ মাহমুদের পুত্র।
সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান বাবলু জানান, কৃষক রবিউল ইসলাম মাহমুদ ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য বরিংয়ের মোটর থেকে চিকন জিআই তার দিয়ে ধানখেতের আইলের চারপাশ ঘিরে রাখেন। শুক্রবার রাত ৮টার দিকে তিনি ধানখেতে যান। কিন্তু রাত ১২টার পরও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। ভোরে গ্রামবাসী মিলে আবার তাঁকে খুঁজতে বের হন। শনিবার সকাল ৮টার দিকে রবিউল ইসলাম মাহমুদের ভাইপো ইয়াসিন মাহমুদ তাঁর চাচাকে ধানখেতের আইলে বিদ্যুতায়িত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে মরদেহ উদ্ধার করেন। পরে স্থানীয় থানায় খবর দেন রবিউলের পরিবারের লোকজন।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, ‘বিদ্যুতায়িত কৃষকের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে সুরতহালের জন্য খুলনা হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’