প্রতিনিধি
ডুমুরিয়া (খুলনা): খুলনার ডুমুরিয়ার পল্লিতে ইমন সরদার (৬) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বুধবার বিকেলে উপজেলা উলা গ্রামে ঘটনাটি ঘটেছে।
ইমন উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের উলা গ্রামের ফটিক সরদারের মোড় এলাকার বাসিন্দা সাগর সরদারের ছেলে।
জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির সবার অগোচরে পার্শ্ববর্তী পুকুরে অসাবধানতা বশত পানিতে পা পিছলে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পানিতে পড়ে শিশু ইমনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।