Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় এবার ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এবার ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

কুষ্টিয়ায় এবার ড্রাম ট্রাকের ধাক্কায় অনিক নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ঘাতক ড্রাম ট্রাকের চালককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ নিয়ে গত এক সপ্তাহে কুষ্টিয়ায় পৃথক স্থানে ট্রাক চাপায় মহিলা, শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। 

মৃত শিশু অনিক শহরের লাহিনী বটতলা এলাকার আক্কার শাহ এর ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের লাহিনী বটতলা শাহ পাড়া এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ড্রাম ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এদিকে ড্রাম ট্রাকটি অনিককে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় এলাকাবাসী ট্রাকটি আটক করে চালককে গণধোলাই দেয় এবং ট্রাকে ভাঙচুর চালায়। পরে মিলপাড়া পুলিশ ফাঁড়ির এসআই খালিদুর রহমান আশিক, সাহেব আলী ও এএসআই আসাদ ট্রাকের চালককে আটক করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যায়। এবং ড্রাম ট্রাকটিকে জব্দ করে মিলপাড়া পুলিশ ফাঁড়িতে রাখে। 
 
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ছাড়া ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদেশ ভ্রমণকর জালিয়াত সেই শামীম পুলিশের জালে

কুমারখালীতে দুই এএসআই হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাগুরায় শিশু ধর্ষণের আসামিদের সহায়তা দেবেন না কোনো আইনজীবী

মাগুরায় ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতে পাচারকালে সোনার ১৫ বার জব্দ, আটক ১

মাগুরায় শিশু ধর্ষণ: গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

সেখানে প্রতিদিন ইফতার করেন ৮ হাজার মানুষ

চার দিনেও চেতনা ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির

নারী নির্যাতন রোধে খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ–বিক্ষোভ

দেশ সংস্কারের আগে নিজেকে সংস্কার করতে হবে: স্নিগ্ধ