খুলনার পাইকগাছা-কয়রা উপজেলায় সুপেয় পানির সংকট নিরসনে ৩৪ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিটি। গত ১ জানুয়ারি এই প্রকল্পের অনুমোদন দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটি ২০২২ সালের জুন মাস থেকে ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এটি বাস্তবায়ন হলে খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছা ও কয়রার মানুষকে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে। প্রকল্পের মধ্যে রয়েছে রেইন ওয়াটার হারভেস্ট (ট্যাংক), গভীর নলকূপ, ওয়াশ ব্লকসহ নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা।
সুপেয় পানি সংকট নিরসনে সরকারি-বেসরকারি সংস্থা দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। এরপরও সেখানে সুপেয় পানির সংকট রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরের সঙ্গে পাইকগাছা-কয়রার নদ-নদীর সংযোগ রয়েছে। ফলে সাগরের লবণ পানি সরাসরি উপজেলাগুলোতে পৌঁছে যাচ্ছে। এতে সেখানে সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে।