কুষ্টিয়ায় চকলেট দেওয়ার লোভ দেখিয়ে নির্জন বাগানে নিয়ে ৩য় শ্রেণিতে পড়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মতিয়ার রহমান মতি নামের ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া সদর উপজেলায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মতিয়ার রহমান মতি কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মতিয়ার রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
শিশুটির স্বজন ও মামলা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করছিল মেয়েটি। এ সময় মতিয়ার চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে পাশের নির্জন বাগানে নিয়ে যায় ও ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এদিকে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় ধর্ষণ মামলা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মতিয়ার পলাতক আছে। তাকে ধরতে পুলিশ কাজ করছে। এদিকে দুপুরে শিশুটির জবানবন্দি নেওয়ার জন্য আদালতে নিয়ে যাওয়া হয়। এ ছাড়াও তার সার্বিক নিরাপত্তার বিষয়টিও খেয়াল রাখছে পুলিশ।