খুলনার ডুমুরিয়ার শিশু শিক্ষার্থীকে (১১) ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই শিক্ষকের নাম সাদেকুর রহমান বিশ্বাস।
মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থী উপজেলার একটি মাদ্রাসার বোর্ডিং থাকত। গত ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে অভিযুক্ত শিক্ষক সাদেকুর রহমান কৌশলে শিশুটিকে অফিসরুমে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে ভয় দেখায় ওই শিক্ষক। কিন্তু মেয়েটির শারীরিক অবস্থা গুরুতর হলে অন্যান্য শিক্ষার্থী শিশুটির মাকে খবর দেয়। খবর পেয়ে তার মা মাদ্রাসায় হাজির হয়ে বিস্তারিত জেনে ডুমুরিয়া থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) লক্ষণ দাস বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।