হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ২ জেলেকে অপহরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি 

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া শিকারে যাওয়া মফিজুর রহমান (৩৩) ও মৃণাল সরদার (৩২) নামের দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কোষ্টাখালী খাল থেকে চার বন্দুকধারী মুক্তিপণের দাবিতে তাঁদের অপহরণ করে।

এ সময় জয়দেব, মুকুল, রেজাউল নামের আরও তিন জেলেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় ওই বনদস্যুরা। মফিজুর ও মৃণাল যথাক্রমে শ্যামনগর ও কয়রা উপজেলার বাসিন্দা।

ফিরে আসা জেলে আব্দুর রহিম বলেন, তাঁরা দুই দিন আগে সুন্দরবনে কাঁকড়া শিকারে যান। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবনের কোষ্টাখালী ও চুনকুড়ি নদী থেকে অজ্ঞাতপরিচয় চারজন তাঁদের পাঁচজনকে জিম্মি করে। একপর্যায়ে মাথাপিছু ১০ হাজার করে টাকা নিয়ে তিনজনকে ছাড়লেও মফিজুর ও মৃণালকে তারা জিম্মি করে রাখে।

আরেক জেলে আবুল বাসার বলেন, জেলেদের জিম্মি ঘটনায় চারজন জড়িত। একটি ডিঙি নৌকায় অবস্থান করলেও তাঁদের কাছে দুটি একনলা বন্দুক রয়েছে। শুরুতে নৌকাপ্রতি ৫০ হাজার টাকা দাবি করলেও পরবর্তী সময়ে ১০ হাজার করে নিয়ে জিম্মিদশা থেকে তিনজনকে মুক্তি দিয়েছে। জিম্মি করার পরপরই সব জেলেকে গরানের লাঠি দিয়ে মারধর করা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক হাসানুর রহমান বলেন, কোনো জেলে জিম্মি হওয়া বা মুক্তিপণ দিয়ে ফিরে আসার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছেন বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে কোনো জেলে পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে যশোরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ

সেকশন