Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ইবিতে শারীরিক শিক্ষা বিভাগের শ্রেণিকক্ষের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি 

ইবিতে শারীরিক শিক্ষা বিভাগের শ্রেণিকক্ষের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা
বরাদ্দকৃত শ্রেণিকক্ষ ব্যবহারের দাবিতে শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ অক্টোবর কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, অনুষদ ভবনের ৩০১, ৩০২, ৩৩৭, ৩৩৭ (ক) ৩৩৮, ৩৩৯, ৩৪০, ৩৪২, ৩৪৩, ৩৪৪ কক্ষসমূহ শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়েছে।

আর উল্লিখিত কক্ষসমূহ ছাড়াও ফোকলোর স্টাডিজ বিভাগের পূর্বে ব্যবহৃত কক্ষসমূহ এই বিভাগের অধীনস্থ হবে। কিন্তু শ্রেণিকক্ষ বরাদ্দের বিজ্ঞপ্তির পর তিন মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও শিক্ষার্থীদের এখনো তা বুঝিয়ে দেওয়া হয়নি।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক প্রফেসর ড. এ এস এম সরফারায নাওয়াজ বলেন, ‘সব বিষয় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য সময় প্রয়োজন। বিষয়টি চার-পাঁচ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।’

গতকাল শনিবারও ইবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের বরাদ্দকৃত কক্ষ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন।

কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল

বিদেশ ভ্রমণকর জালিয়াত সেই শামীম পুলিশের জালে

কুমারখালীতে দুই এএসআই হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাগুরায় শিশু ধর্ষণের আসামিদের সহায়তা দেবেন না কোনো আইনজীবী

মাগুরায় ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতে পাচারকালে সোনার ১৫ বার জব্দ, আটক ১

মাগুরায় শিশু ধর্ষণ: গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

সেখানে প্রতিদিন ইফতার করেন ৮ হাজার মানুষ

চার দিনেও চেতনা ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির

নারী নির্যাতন রোধে খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ–বিক্ষোভ