যশোরের বাঘারপাড়ায় ঐশি রায় রিয়া (১৯) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার মহিরণ গ্রামে এ ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের মৃত স্বপন রায়ের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার পরে নিজ শোয়ার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় ঐশি। আজ সকাল ১০টার দিকে তাঁর মা ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় ঘরের পেছন জানালা দিয়ে মেয়েতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওড়না কেটে তাঁকে নিচে নামান। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রতিবেশী হৃদয় দাস বলেন, ঐশি রায় সংস্কৃতিমনা। বাঘারপাড়া শিল্পকলা একাডেমির সংগীত শিল্পী ছিল। বিভিন্ন সময় নিজ রুমে বসে ও গান বাজনা করত। কিছুদিন পরে ভারতের সারেগামাপা অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঐশি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতের বাম হাতে ধারালো ব্লেডের জখমের চিহ্ন রয়েছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার 'খ' সার্কেল মুকিত সরকারের উপস্থিতিতে সুরতহাল চলছে।