সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জে বাসন্তী পূজা মন্দিরের প্রসাদ (খিচুড়ি) খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়েছেন। এর মধ্যে ৩৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আজ সোমবার সকালে গুরুতর অবস্থায় শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ডুমুরিয়া এলাকায় সে মারা যায়। এর আগে গত শনিবার রাতে মন্দিরের প্রসাদ খায় সে।
নিহত শিশুর নাম কাব্য দত্ত (৭)। সে খুলনার চুকনগরসংলগ্ন শৈলগাতী গ্রামের উত্তম দত্তের ছেলে। মায়ের সঙ্গে সে তার নানা অশোক দত্তের বাড়িতে বেড়াতে এসে পূজায় অংশ নেয়। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
অসুস্থ ব্যক্তিদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন কাব্য দত্তের মা তিথী দত্ত (২৫), বানিয়াজাংগাল গ্রামের দিপু সেন (৩২), সুব্রত দত্ত (৩৪) পরিমল মন্ডল (৪২), তপন মন্ডল।
কালীগঞ্জের বিষ্ণুপুর বানিয়াজাংগাল বাসন্তী পূজা মন্দিরের সভাপতি শংকর দত্ত বলেন, গত শনিবার রাতে মন্দির প্রাঙ্গণে পূর্ণিমা তিথি উপলক্ষে পূজা-অর্চনা চলছিল। কীর্তন শেষে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়। পরদিন প্রসাদ খাওয়া ভক্তদের অনেকেই বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতার সংখ্যা বাড়তে থাকে। অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় ২০–২৫ জনকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচজনকে খুলনার আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছেন।
মন্দির কমিটির সদস্য নিমাই সেন জানান, কীর্তন শেষে চার বালতিতে করে প্রসাদ বিতরণ করা হয়েছিল। প্রসাদ খেয়ে কারও কারও পাতলা পায়খানা হয়েছে, আবার অনেকেরই কোনো সমস্যা হয়নি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন স্থানীয়দের বরাত দিয়ে জানান, গতকাল রোববার রাতে কাব্য দত্তকে সাতক্ষীরা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আজ সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য পাঠানো হচ্ছিল। কিন্তু খুলনায় পৌঁছানোর আগেই ডুমুরিয়া এলাকায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল কবির জানান, বানিয়াজাংগাল মন্দিরের আশপাশে টিউবওয়েলের পানি পরীক্ষা করা হয়েছে কিন্তু পানির কোনো সমস্যা পাওয়া যায়নি।
খাদ্যে বিষক্রিয়ার বিষয়ে চিকিৎসা কর্মকর্তা জানান, রান্নার অনেক ঘণ্টা পরে বিতরণ করা হয়েছিল। সে জন্য খিচুড়িতে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে পাতলা পায়খানা বা বমি হতে পারে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এখানে ৩৪ জন চিকিৎসা নিচ্ছিলেন। একটু আগে আরও ৩ জন এসেছেন। অসুস্থদের প্রধানত স্যালাইন দেওয়া হচ্ছে। ৩৪ জনের মধ্যে অধিকাংশ এখন সুস্থ রয়েছেন।