সাতক্ষীরার পাটকেলঘাটায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ রোববার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এ ছাড়া গতকাল শনিবারও আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ জুলফিকার আলী রিপন বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কৃষকের পাকা আমন ধানের ক্ষতি হয়ে গেছে। অধিকাংশ কৃষকের ধান বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। বৃষ্টি যদি দীর্ঘ হয় তাহলে ক্ষতির পরিমাণ বেশি হবে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বৃষ্টির কারণে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সকাল থেকে খেটে খাওয়া মানুষকে বেকায়দায় পড়তে হয়েছে।