Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম 

খুলনা প্রতিনিধি

ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম 

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের জন্য ভোটকেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। আজ রোববার বেলা ১১টা থেকে খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে স্ব-স্ব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন।

কেসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। পুলিশ, র‍্যাব আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৮ হাজার সদস্য আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। সব মিলিয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, এবার কেসিসি নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী, ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৪ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডের দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের জন্য ভোটকেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছেএবারের নির্বাচনে কেসিসির মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন ও নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। ভোটারেরা ২৮৯ ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২ কক্ষে ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
 
এ দিকে, ভোটকেন্দ্রগুলোতে ২ হাজার ৩১০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। প্রতি বুথের সামনে একটি ও কেন্দ্রের বাইরের অংশে দুটি করে সিসি ক্যামেরা রয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ওয়ার্ড ভিত্তিক ১ জন) ও ১০ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রতি তিন ওয়ার্ড মিলে একজন) দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া খুলনা মহানগরীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মাঠে রয়েছে ৪ হাজার ৮০০ পুলিশ সদস্য, ৩ হাজার ৭০০ আনসার সদস্য, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৮ হাজার সদস্য।

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ