হোম > সারা দেশ > খুলনা

এসএসসি পরীক্ষা শেষে ছাত্রীকে ছুরিকাঘাতের চেষ্টা সাবেক স্বামীর

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে এসএসসি পরীক্ষা শেষে রিমা পারভীন (১৬) নামে এক ছাত্রীকে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন আলী হাসান নামে অপর এক পরীক্ষার্থী। হামলাকারী যুবক ওই ছাত্রীর সাবেক স্বামী বলে জানা গেছে। 

আজ বৃহস্পতিবার মাগুরার মহম্মদপুর সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ, তার নাম সুমন মোল্যা (৩০)। তিনি ফরিদপুরের বোয়ালমারি উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলা গ্রামের বাসিন্দা। প্রায় সাত মাস আগে ওই ছাত্রীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পরই রিমা তাকে ডিভোর্স দেয় বলে জানান তিনি। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’ 

পুলিশ জানায়, বিয়ের পরপরই রিমা ডিভোর্স দেওয়ার ঘটনার প্রতিশোধ নিতে পরীক্ষা কেন্দ্রের বাইরে ধারালো অস্ত্র নিয়ে ওত পেতে ছিলেন সুমন। পরীক্ষা শেষে বের হওয়ার পর ছুরি নিয়ে রিমাকে ধাওয়া করে। পরে রিমা নিজেকে বাঁচাতে একটি দোকানে আশ্রয় নেয়। দোকান উঠে গিয়ে তার গলায় ছুরি ধরে হামলা চালায়। 

হামলা থেকে রিমা রক্ষা পেলেও আলী হাসান নামে অপর এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর জখম হয়েছেন। তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত সুমন মোল্যাকে আটক করেছে পুলিশ। 

সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি বছর রিমা মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করেছে।’

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

সেকশন