খুলনার পাইকগাছায় ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত ইউনুছ আলী জানান, প্রতিপক্ষ শামীম সরদারের স্ত্রীর ছাগল তাঁর ধান খেয়ে ক্ষতি করে। এর প্রতিবাদ করলে শামীম সরদার (৩৭), বকতিয়ার সরদার (৪২) ও আতিয়ার সরদার (৪৪) হামলা চালান। হামলায় তিনিসহ জান আলী সরদার (৩৪), আবু বাদশা (২২) ও শাহিন সরদার জখম হন।
অপর দিকে প্রতিপক্ষ শামীম সরদার জানান, তাঁর ছাগল ধান খায়নি। আইলে ঘাস খাচ্ছিল। ধান খাওয়ার কথা বলে প্রতিপক্ষ ইউনুছ আলীসহ পাঁচ-ছয়জন তাঁর মারধর করলে বকতিয়ার সরদার, আতিয়ার ও তিনি আহত হন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মারপিটের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয়পক্ষ হাসপাতালে ভর্তি রয়েছে। তারা মামলা দিলে মামলা নেওয়া হবে।’