চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভুসির বস্তায় অভিনব কায়দায় পাচারকালে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দামুড়হুদা উপজেলার সুলতানপুর বিওপির ঝাঝাডাঙ্গা গ্রাম থেকে এই স্বর্ণের বার উদ্ধার হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদে ঝাঝাডাঙ্গা গ্রামে বিজিবি অভিযান চালায়। এ সময় বিজিবি সীমান্ত পিলার ৭৮ /৬-আর হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে ঝাঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে পাকা রাস্তার পাশে অবস্থান নেয়।
বেলা ৩টার দিকে এ এলাকা দিয়ে ব্যাটারিচালিত একটি ভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখে সন্দেহ হয়। তখন বিজিবির টহলদল ওই ব্যাটারিচালিত ভ্যানটি গতিরোধ করে। তখন ভ্যানে অবস্থানরত এক ব্যক্তি টহল দলকে দেখতে পেয়ে দ্রুত ভ্যান থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ভ্যানের ওপরে একটি গমের ভুসির বস্তা জব্দ করে।
মোহাম্মাদ জাহিদুর রহমান আরও জানান, এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবির নায়েক দিদার বাদশা বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করে আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।