Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মৌমাছির হুলে আহত ৪০ পথচারী

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মৌমাছির হুলে আহত ৪০ পথচারী

রাস্তার পাশে থাকা বাবলা গাছে মৌমাছির চাকে ছোঁ মারে বাজপাখি। মুহূর্তেই চাক থেকে মৌমাছি ছড়িয়ে পড়ে আশপাশে। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের হুল ফুটিয়ে দেয়। এতে প্রায় ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে মেহেরপুরে গাংনী উপজেলায়। আজ সোমবার বামন্দী-দেবীপুর রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আহতেরা উপজেলার বিভিন্ন চিকিৎসাকেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনার পর থেকে পথচারীরা আতঙ্কের মধ্যে চলাচল করছেন। একজন গুরুতর অবস্থায় মাঠের মধ্যে পড়েছিলেন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

মোহা. সাবানন আলী বলেন, ‘আমি মাঠে গরুর জন্য ঘাস কাটছিলাম। এ সময় হঠাৎ দেখি একটি বাজপাখি মৌমাছির চাকে ছো মারে। মুহূর্তে মৌমাছি রাস্তায় ছড়িয়ে পড়ে।’ 

করমদী গ্রামের আব্দুস সাত্তার বলেন, ‘বামন্দী থেকে বাড়ি ফিরছিলাম। এ সময় একটি মৌমাছি আমার কানের ভেতরে ঢুকে হুল ফুটাতে থাকে। স্থানীয়রা আমাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তখন চিকিৎসক কানের ভেতর থেকে মৌমাছি বের করে প্রাথমিক চিকিৎসা দেন।’ 

মো. আশরাফুল ইসলাম বলেন, ‘মাঠ থেকে বাড়ি ফিরছিলাম। এ সময় রাস্তার ওপরে উঠতেই আমাকে মৌমাছি হুল ফুটাতে থাকে। মৌমাছির হুল ফোটানোতে আমার শরীরের জ্বর এসেছে। প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছি।’ 

মো. শাহীন আহমেদ বলেন, ‘ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে দেবীপুর গ্রামে ঢুকতেই মৌমাছি হুল ফুটাতে শুরু করে। অনেক হুল ফুটিয়েছে। শরীরে জ্বর এসে গেছে। মৌমাছির হুল ফোটানোই অনেকে রাস্তায় গড়াগড়ি করেছেন।’ 

বামন্দী আল শেফা ক্লিনিকের চিকিৎসক মো. ফজলুর রহমান জানান, মৌমাছির হুল ফুটে আহত অবস্থায় অনেক রোগী এসেছিলেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে মৌমাছির হুল ফোটালে অবহেলা না করে চিকিৎসা নেওয়া জরুরি। 

এ বিষয়ে উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল বলেন, বামন্দী-দেবীপুর সড়কে মৌমাছির হুল ফোটানোই অনেকে আহত হয়েছেন। স্থানীয়রা বলছেন প্রায় ৪০ জন। তবে নির্দিষ্ট সংখ্যা জানা নেই। 

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

নড়াইলে বোমা হামলায় বিএনপির তিন নেতা-কর্মী আহত

ওষুধ নেই, সংকট লোকবলেরও

তক্তা দিয়ে চিত্রা নদী পারাপার

ইউএনও দপ্তরের নাজিরকে মারপিট, থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে স্থায়ী বহিষ্কার

মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ: বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও, সেনাবাহিনীর উপস্থিতিতে ছত্রভঙ্গ

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

খুলনায় চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই