হোম > সারা দেশ > খুলনা

নারীকে পানিতে চুবিয়ে হত্যাচেষ্টাসহ বাসাবাড়ি ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ৪ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধে এক নারীকে পানিতে চুবিয়ে হত্যায় ব্যর্থ হয়ে চিংড়িঘেরের মাছ লুট ও বাসাবাড়ি ভাঙচুরের অভিযোগে গতকাল শুক্রবার থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই মামলায় শুক্রবার রাতেই নারীসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আব্দুল মান্নানের সঙ্গে একই এলাকার আবু বক্কর গাজীর (৬৬) জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় মান্নানের দখলে থাকা চিংড়িঘেরে আবু বক্কর গাজীসহ ১০-১৫ জন হামলা চালায়। এ সময় ঘেরের বাসাবাড়ি ভাঙচুরসহ আব্দুল মান্নান গাজীর স্ত্রীকে পানিতে চুবিয়ে মৃত ভেবে ফেলে রেখে ঘেরে থাকা চিংড়ি মাছ ধরে নিয়ে যায়। এ সময় এলাকাবাসী ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আব্দুল মান্নান বাদী হয়ে থানায় মামলা করেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ওই মামলায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে মানিক গাজীর ছেলে আবু বক্কর গাজী, আবু বক্কর গাজীর ছেলে সাহেব আলী গাজীসহ (৩৮) দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ঘেরের ক্ষয়ক্ষতিবিষয়ক মামলায় নারীসহ চার আসামিকে আটক করা হয়েছে। আটক আসামিদের উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের