বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল ও দুই বস্তা গাঁজা ফেলে পালিয়েছেন দুই ব্যক্তি। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী এলাকায় ট্রাফিক পুলিশের বক্সের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, দশানী পুলিশ চেকপোস্টে সন্দেহজনক এক মোটরসাইকেলকে থামার নির্দেশ দেওয়া হয়। তখন চালক ও আরোহী মোটরসাইকেলটি এবং দুটি বস্তা ফেলে পালিয়ে যান। দুটি বস্তায় থাকা ৮টি প্যাকেটে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়।
পালিয়ে যাওয়াদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে এবং মোটরসাইকেলের নিবন্ধনের সূত্র ধরে তদন্ত করা হবে বলে জানান মো. আসাদুজ্জামান।