হোম > সারা দেশ > খুলনা

গরু বাঁধাকে কেন্দ্র করে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে গরু বাঁধাকে কেন্দ্র করে বিরোধের জেরে মোহাম্মদ শফী চাপরাশি (৭৫) নামের এক কৃষককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর প্রতিবেশীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত মোশারেফ তালুকদারকে (৪৫) আটক করেছে পুলিশ। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত মোহাম্মদ শফী চাপরাশি মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম গুলিশাখালী গ্রামের মৃত তাসেন চাপরাশির ছেলে। আটক মোশারেফ তালুকদার একই এলাকার মৃত শেরজন তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, সকালে স্থানীয় ফারুক শেখের জমিতে ঘাস খাওয়ানোর জন্য মোশারেফ তালুকদার গরু বাঁধেন। কিছুক্ষণ পর একই জমিতে মোহাম্মদ শফী চাপরাশি গরু বাঁধতে যান। এ সময় মোশারেফ তাঁর গরুর পাশে গরু বাঁধতে নিষেধ করেন। এই নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে মোশারফ তালুকদার লাঠি দিয়ে শফি চাপরাশির মাথায় ও ঘাড়ে আঘাত করেন। আঘাত পেয়ে নিজ বাড়ির দিকে রওনা হয়ে কিছু দূর যাওয়ার পর মাঠের মধ্যেই মোহাম্মদ শফী চাপরাশির মৃত্যু হয়।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মোশারেফ তালুকদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার