গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ডের কাছে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ঢাকা ধানমন্ডি শাহাবুদ্দিন মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম (২১) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী আবদুর রহিম মাসুম (২২)। তারা দুই বন্ধু মিলে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন।
এ ঘটনায় নিহত আতিকুল ইসলাম খুলনার খালিশপুর মুজগুন্নী এলাকার মো. আবু ইয়াহিয়া খানের ছেলে এবং নিহত মাসুম বয়রা খালিশপুর এলাকার আবদুর রহমানের ছেলে।
গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ের থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টায় কাশিয়ানীতে ঢাকামুখী দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে খুলনাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আবদুর রহিম মাসুম নিহত হন। এ সময় তাঁর বন্ধু আতিকুল ইসলাম মারাত্মকভাবে আহত হন। আহত আতিকুলকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আতিকুলকে মৃত ঘোষণা করেন। দুজনই ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন বলে ধারণা করছেন পুলিশের ওই কর্মকর্তা।