হোম > সারা দেশ > খুলনা

জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাটের তদন্ত দাবি

খুলনা প্রতিনিধি

খুলনায় জাতীয় পার্টির কার্যালের চেয়ারে অগ্নিসংযোগ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পার্টির কেন্দ্রীয় ও খুলনা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার সঠিক তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু।

তিনি বলেন, আওয়ামী লীগ তথা ফ্যাসিবাদের কথিত দোসর আখ্যা দিয়ে জনগণ থেকে জাতীয় পার্টিকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। খুলনায় হামলার সঙ্গে ছাত্র-জনতা জড়িত নয়। পার্টি অফিস দখলে নিতে তৃতীয় পক্ষ এ হামলা চালিয়েছে।

তিনি শনিবারের ঘটনা বর্ণনা করে বলেন, হামলাকারীরা মূল্যবান কাগজপত্রসহ ২৫ হাজার ২৯০ টাকা লুট করে নিয়ে যায়।

এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম মধু বলেন, ‘বিগত দুটি জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি যেতে চায়নি। আমাদের জোর করে নিয়ে যাওয়া হয়েছে। জাপার চেয়ারম্যান জি এম কাদের গত ৩ জুলাই জাতীয় সংসদে এবং বিভিন্ন সভা-সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষে কথা বলেছেন। এমনকি রংপুরে আবু সাঈদ হত্যার পর জাতীয় পার্টিই প্রথম ছাত্র-জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে রাজপথে নামে। ছাত্র-জনতার আন্দোলনে আমাদের পার্টির দুজন কর্মী শহীদ হয়েছেন। আমাদের কর্মীরা আন্দোলনরত ছাত্রদের মাঝে পানি ও খাবার বিতরণ করেছেন। আলোচিত ঢাকার হেফাজতের আন্দোলনেও জাতীয় পার্টির সক্রিয় অংশগ্রহণ ছিল। কিন্তু তারপরও আমাদের ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে জাপার জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

সেকশন