সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ পেলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এখনো উপাচার্য নিয়োগ হয়নি। ফলে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। উপাচার্য নিয়োগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার বিকেলে উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তাঁরা মিছিলটি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান নেন। এ সময় ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘রেকর্ড দেখে ভিসি দিন দুর্নীতির খবর নিন’, ‘ক্লিন ইমেজের ভিসি চাই’, ‘ক্লাস চাই পরীক্ষা চাই, অবিলম্বে ভিসি চাই’, ‘সেশনজটের কবর চাই’, ‘সংস্কার মনা ভিসি চাই’, ‘সৎ ও সাহসী ভিসি চাই’, ‘ইবির আঙিনায় দুর্নীতির ঠাঁই নাই’ সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। কোনো লেজুড়বৃত্তিক রাজনৈতিক দলের হাতে এই স্বাধীনতা তুলে দিতে চাই না। এই স্বাধীন দেশে স্বৈরাচারী শেখ হাসিনার কোনো এজেন্টকে উপাচার্য হিসেবে চাই না। স্বাধীন দেশে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন হলে ৮ আগস্ট ইবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে শীর্ষ পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা।