বাগেরহাটের শরণখোলায় পৃথক দুটি স্থান থেকে পাঁচ ফুট লম্বা একটি বিষধর পদ্ম গোখরো ও সাত ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে প্রাণী দুটিকে উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লোকালয় থেকে উদ্ধার করা গোখরো ও অজগর সাপটি শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়েছে।’
জানা যায়, আজ সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাদল গ্রামের হেলাল শরিফের বাড়ি থেকে অজগর ও খোন্তাকাটা ইউনিয়নের লোকালয় থেকে বিষধর গোখরো সাপটি দেখতে পান স্থানীরা। খবর পেয়ে ওয়ার্ল্ড টিমের আলম হাওলাদারের নেতৃত্বে শরণখোলা সিপজি সদস্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সম্পাদক শামসু তালুকদার সাপ দুটিকে উদ্ধার করেন। পরে দুপুরের দিকে দুটি সাপ সুন্দরবনে অবমুক্ত করা হয়।