Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খুবি ছাত্র অর্ণব হত্যাকাণ্ডে আরেকজন গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

খুবি ছাত্র অর্ণব হত্যাকাণ্ডে আরেকজন গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুবি কমিটি বিলুপ্ত। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসা প্রশাসন বিভাগের ছাত্র অর্ণব কুমার হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি আটকের পর ইনসান শরীফ নামের ওই ব্যক্তিকে আজ রোববার গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে এই মামলায় এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হয়েছেন।

ইনসান শরীফ সোনাডাঙ্গা তৃতীয় আবাসিক এলাকার একটি বাড়ির ভাড়াটে মোশারেফ হোসেনের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাডাঙ্গা মডেল থানার এসআই আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি রাতে ময়ূরব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ শরীফকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনেক কিছু স্বীকার করলেও হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করেননি।

এসআই আশরাফুল আলম বলেন, ‘অর্ণব হত্যাকাণ্ডের মামলা স্পর্শকাতর। যথেষ্ট দায়িত্বের সঙ্গে আমরা কাজ করছি। যেখানে যে তথ্য পাচ্ছি, তা গুরুত্বের সঙ্গে দেখছি।’

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘গোলাম রাব্বানি ছাড়া গ্রেপ্তার হওয়া অন্যরা বিভিন্ন মামলার আসামি। তাঁরা সবাই সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রফেশনাল। আমাদের কাছে তাঁরা ঘটনার বিবরণ দিলেও আদালতে স্বীকারোক্তি দেননি। তবে শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য নগরবাসীর কাছে প্রকাশ করা হবে।’

উল্লেখ্য, খুবি ছাত্র অর্ণবকে গত ২৪ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে প্রথমে গুলি ও পরবর্তী সময়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন রাতে অর্ণবের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লেপন, মুছে দিল উপজেলা প্রশাসন

নাতনিকে যৌন নিপীড়ন, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাগেরহাটে নারীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

মায়ের কোল থেকে ছিটকে পড়ে ভ্যানচাপায় ৪ মাসের শিশুর মৃত্যু

কার্ডিওগ্রাফার দেখছেন রোগী

খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

বাবা–মায়ের শেষকৃত্য, জানল না আরাধ্য

‘বাবা আমারে কয়ে থুয়ে গেছিলো, তুই থাকিস আমি আসবনে’

যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত, বাসে আগুন দিল স্থানীয়রা