চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ফেনসিডিলসহ মো. সুমন আলী (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জীবননগর পৌরসভার রাজনগরপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ।
আজ বুধবার সকালে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) খন্দকার গোলাম মওলার নির্দেশে জীবননগর থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হয়। গতকাল মঙ্গলবার রাত ১০টার জীবননগর পৌরসভার রাজনগর পাড়ার বালিহুদা গ্রামের সুমন আলীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ওসি মামুন হোসেন বিশ্বাস আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে সুমন আলীকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।