হোম > সারা দেশ > খুলনা

স্বামী-সন্তান ফেলে ‘প্রেমিকের’ হাত ধরে পলায়ন, পরে জেলহাজতে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় স্বামী-সন্তান ফেলে কথিত প্রেমিকের হাত ধরে পালিয়েছিলেন এক গৃহবধূ। কিন্তু গতকাল সোমবার রাতে তাঁদের আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে আদালতের মাধ্যমে দুই ধর্মের অনুসারী দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে দুজনকে জেলহাজতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন বলেন, খুলনার টুটপাড়া এলাকার বাসিন্দা সাগর সরকারের (২৭) সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় বগুড়ার সোনাতলা এলাকার বাসিন্দা (৩০) ওই গৃহবধূর। তাঁর আট বছরের একটি সন্তান রয়েছে।

ওই গৃহবধূর স্বামী ঢাকায় একটি কারখানায় চাকরি করেন। এই সুযোগে দুজন গত সোমবার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে বন্ধুর বাড়ি বেড়াতে যান। এ সময় এলাকাবাসী থানায় সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, দুজন ভিন্ন ধর্মাবলম্বী। তাঁরা বিয়ে করেননি বলে জানিয়েছেন। ৫৭ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ