Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ: আহত ২, গ্রেপ্তার ৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ: আহত ২, গ্রেপ্তার ৪

খুলনার পাইকগাছায় পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ ও ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলমতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে থানায় মামলা করে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গড়ুইখালী ইউনিয়নের শান্তা গ্রামের নাজির সরদার (৫২), সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার চিকিৎসক শফিকুল ইসলাম (৪২), গদাইপুর ইউনিয়নের জিয়াউদ্দিন নায়েব (৪৫) ও শেখ ইনামুল ইসলাম। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গত রোববার জামায়াত-বিএনপির ডাকা হরতাল সফল ও নাশকতা করার জন্য নেতা-কর্মীরা উপজেলার আলমতলা স্থানে পরিকল্পনা করছিলেন। এ সময় পাইকগাছা থানার নিয়মিত টহল গাড়ি ওই স্থানে পৌঁছালে তাঁরা ককটেলের বিস্ফোরণ ও ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। 

ওসি আরও বলেন, আহত পুলিশ সদস্য আব্দুর রহমান ও ঝন্টু দাশকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনের নামে থানায় মামলা হয়েছে। ওই মামলায় জামায়াত-বিএনপির চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে