হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ: আহত ২, গ্রেপ্তার ৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ ও ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলমতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে থানায় মামলা করে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গড়ুইখালী ইউনিয়নের শান্তা গ্রামের নাজির সরদার (৫২), সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার চিকিৎসক শফিকুল ইসলাম (৪২), গদাইপুর ইউনিয়নের জিয়াউদ্দিন নায়েব (৪৫) ও শেখ ইনামুল ইসলাম। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গত রোববার জামায়াত-বিএনপির ডাকা হরতাল সফল ও নাশকতা করার জন্য নেতা-কর্মীরা উপজেলার আলমতলা স্থানে পরিকল্পনা করছিলেন। এ সময় পাইকগাছা থানার নিয়মিত টহল গাড়ি ওই স্থানে পৌঁছালে তাঁরা ককটেলের বিস্ফোরণ ও ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। 

ওসি আরও বলেন, আহত পুলিশ সদস্য আব্দুর রহমান ও ঝন্টু দাশকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনের নামে থানায় মামলা হয়েছে। ওই মামলায় জামায়াত-বিএনপির চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের