গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে। মৃতদের ১১ জন করোনা পজিটিভ এবং ৩ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। তিনি বলেন, হাসপাতালে এখন করোনা পজিটিভ ১৮৩ জন আর উপর্সগ নিয়ে ৭০ জনসহ মোট ২৫৩ চিকিৎসা নিচ্ছেন।
জেলা প্রশাসনের হিসেবে, ২৪ ঘণ্টায় ৭২১টি নমুনা পরীক্ষায় ২০৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.২৯ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ১২৭ জন।
গত সাত দিনে কুষ্টিয়ায় করোনা পজিটিভ ৭০ জনের মৃত্যু হয়েছে। এর বাইরেও উপসর্গ নিয়ে আরও অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সাত দিনে ১ হাজার ৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৪২০ জনের।