Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

দামুড়হুদায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক কলেজছাত্র নিহত, আহত সহপাঠী

জীবননগর (চুয়াডাঙ্গা), প্রতিনিধি

দামুড়হুদায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক কলেজছাত্র নিহত, আহত সহপাঠী
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক রাকিব (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় রাব্বি (১৮) নামের তাঁর সহপাঠী আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রাকিব উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে। আহত রাব্বি একই গ্রামের আজিমুদ্দীনের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা-পুলিশ গিয়ে রাকিবের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আর রাব্বিকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে রাকিব ও রাব্বি কলেজে যাচ্ছিলেন। দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই নিহত হন রাকিব।

এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় রাকিব নামের একজন নিহত হয়েছেন। এ ছাড়া রাব্বি নামের আরও একজন আহত হয়েছেন। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারা এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লেপন, মুছে দিল উপজেলা প্রশাসন

নাতনিকে যৌন নিপীড়ন, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাগেরহাটে নারীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

মায়ের কোল থেকে ছিটকে পড়ে ভ্যানচাপায় ৪ মাসের শিশুর মৃত্যু

কার্ডিওগ্রাফার দেখছেন রোগী

খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

বাবা–মায়ের শেষকৃত্য, জানল না আরাধ্য

‘বাবা আমারে কয়ে থুয়ে গেছিলো, তুই থাকিস আমি আসবনে’

যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত, বাসে আগুন দিল স্থানীয়রা