সৌগত বসু, খুলনা থেকে
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।
জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের এস এম সাব্বির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী দেয়াল ঘড়ি প্রতীকের এস এম শফিকুর রহমান মুশফিক পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট। আর লাঙ্গলের প্রার্থী পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট।
গত মেয়াদে সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তালুকদার আবদুল খালেক। ১৯৭৭ সাল থেকে টানা জনপ্রতিনিধিত্ব করে আসছেন তিনি। ৪৬ বছরের রাজনৈতিক জীবনে ২০১৩ সালে হার ছাড়া প্রতিবারই জয়ী হয়েছেন। এবার এই জনপ্রতিনিধি ৫০ বছরের মাইলফলক ছুঁলেন।
তবে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইভিএম নিয়ে সমস্যার কথা বলে তাঁরা ফলাফল প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন প্রার্থী আবদুল আওয়াল। নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে সিইসির পদত্যাগ দাবি করেছেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু।
এদিকে ৩১টি ওয়ার্ডে ৩০টিতে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা জয় লাভ করেছেন। একটিতে জামায়াত নেতা জয়লাভ করেছেন।
পুরো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়েছে। গাজীপুর থেকে কম সময়ে এখানে ফলাফল ঘোষণা করা হয়। খুলনা নগরীর শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ২৮৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন। ১৯৭ কেন্দ্রের ফলাফল ঘোষণার পর তালুকদার আবদুল খালেক উপস্থিত হন অডিটরিয়ামে।
সকাল ৮টা থেকে শুরু হয় ভোটদান, নিরবচ্ছিন্নভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে কিছু কেন্দ্রে ভোটারদের লাইন ভেতরে অবস্থান করায় সেসব কেন্দ্রে ভোট শেষ হতে কিছুটা দেরি হয়েছে।