হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন মন্ডল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে এ রায় দেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি অজিত কুমার বিশ্বাস।

দণ্ডপ্রাপ্ত শাহিন কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের সামসুল মন্ডলের ছেলে। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, হত্যাকাণ্ডের ১৪ দিন আগে কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের বিশারত মন্ডল নামে এক ব্যক্তি শাহিন মন্ডলের কাছ থেকে সাত হাজার টাকায় একটি ছাগল ক্রয় করেন। এই টাকার মধ্যে ৩০০ টাকা তিনি বকেয়া রাখেন। প্রতিবেশী হওয়ার সুবাদে আমিরুল ইসলামকে বকেয়া টাকা আদায় করে দিতে বলেন শাহিন মন্ডল। এরপর ২০২০ সালের জুন মাসের ১১ তারিখ বিশারতের কাছ থেকে ২০০ টাকা নিয়ে শাহিনকে দেন আমিরুল। পরদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী কাদিরডাঙ্গা গ্রামের একটি দোকানের পাশে আসামি পুনরায় আমিরুলের কাছে ৩০০ টাকা দাবি করেন। এসব বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এরই জেরে দৌলতপুর গ্রামে বাড়ি ফেরার পথে শাহিন মন্ডল পেছন থেকে ধারালো হাঁসুয়া দিয়ে আমিরুল ইসলামকে পিঠে আঘাত করে। এতে তিনি মাটিতে পড়ে যান। পুনরায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন শাহিন। পরে স্থানীয়রা টের পেয়ে ছুটে আসলে শাহিন পালিয়ে যান। সে সময় আহতকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় শাহিন মন্ডলকে অভিযুক্ত করে মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে পুলিশ ওই মাসেরই ৩০ তারিখে আদালতে চার্জশিট দাখিল করে। এই মামলার শুনানি শেষে আদালত আজ শাহিন মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই