Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন মন্ডল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে এ রায় দেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি অজিত কুমার বিশ্বাস।

দণ্ডপ্রাপ্ত শাহিন কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের সামসুল মন্ডলের ছেলে। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, হত্যাকাণ্ডের ১৪ দিন আগে কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের বিশারত মন্ডল নামে এক ব্যক্তি শাহিন মন্ডলের কাছ থেকে সাত হাজার টাকায় একটি ছাগল ক্রয় করেন। এই টাকার মধ্যে ৩০০ টাকা তিনি বকেয়া রাখেন। প্রতিবেশী হওয়ার সুবাদে আমিরুল ইসলামকে বকেয়া টাকা আদায় করে দিতে বলেন শাহিন মন্ডল। এরপর ২০২০ সালের জুন মাসের ১১ তারিখ বিশারতের কাছ থেকে ২০০ টাকা নিয়ে শাহিনকে দেন আমিরুল। পরদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী কাদিরডাঙ্গা গ্রামের একটি দোকানের পাশে আসামি পুনরায় আমিরুলের কাছে ৩০০ টাকা দাবি করেন। এসব বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এরই জেরে দৌলতপুর গ্রামে বাড়ি ফেরার পথে শাহিন মন্ডল পেছন থেকে ধারালো হাঁসুয়া দিয়ে আমিরুল ইসলামকে পিঠে আঘাত করে। এতে তিনি মাটিতে পড়ে যান। পুনরায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন শাহিন। পরে স্থানীয়রা টের পেয়ে ছুটে আসলে শাহিন পালিয়ে যান। সে সময় আহতকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় শাহিন মন্ডলকে অভিযুক্ত করে মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে পুলিশ ওই মাসেরই ৩০ তারিখে আদালতে চার্জশিট দাখিল করে। এই মামলার শুনানি শেষে আদালত আজ শাহিন মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট