হোম > সারা দেশ > খুলনা

খুলনায় কারাগারে থেকে নির্বাচিত ইউপি চেয়ারম্যান জামিনে মুক্ত

তেরখাদা (খুলনা) প্রতিনিধি

খুলনার তেরখাদায় জোড়া খুনের মামলায় কারাগারে থেকে নির্বাচিত ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান এসএম দ্বীন ইসলাম মুক্তি পেয়েছেন। আজ বুধবার খুলনা জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। জোড়া খুনের মামলায় ২০১৯ সালের আগস্ট থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন তিনি।

এর আগে উচ্চ আদালতের আদেশে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তাকে জামিন দেন। ২০২২ সালে ৪ সেপ্টেম্বর জোড়া খুনের মামলায় দ্বীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় একই আদালত।

সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৭ আগস্ট তেরখাদার উপজেলার ছাগলাদাহ ইউনিয়নে পহড়ডাঙ্গা গ্রামে হিরু শেখ ও তার ছেলে নাঈম শেখ খুন হন। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ২০১৯ সালের আগস্ট থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন দ্বীন ইসলাম। এর মধ্যে ২০২১ সালের ২৮ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনে কারাগারে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি পাঁচ হাজার ৮৯৬ ভোট পেয়ে ৩য় বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুস শুকুর শেখ নৌকা প্রতীকে পান তিন হাজার ৭৬৯ ভোট।

জামিনে মুক্তির পর চেয়ারম্যান দ্বীন ইসলাম জানান, ষড়যন্ত্রমূলক মামলায় তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু সাধারণ মানুষ সব ষড়যন্ত্র মোকাবিলা করে তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন। নির্বাচিত হওয়ার পর তিনি একবার জামিনে মুক্তি পেলেও মামলার রায় ঘোষণার আগে ২০২২ সালের ৩১ আগস্ট জামিন আদেশ বাতিল করে আবারও তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে কারাগারে ছিলেন তিনি।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন