হোম > সারা দেশ > খুলনা

হল খুলে দিতে খুবি প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম 

খুবি প্রতিনিধি

শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আবাসিক হলসমূহ খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা সমস্যায় ভুগছে। তাই আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যেকোনোভাবে আবাসিক হলগুলো খুলে দিতে হবে। 

এতে আরও বলা হয়, উল্লিখিত সময় অতিক্রম হলে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হলগুলোতে অবস্থান নেওয়া শুরু করবে। এ ক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সব দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে যদি হল খুলে না দেওয়া হয়, তাহলে আমরা শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হলে উঠব।’ 

নাম প্রকাশ না করার শর্তে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা শিক্ষার্থীরা বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই হল খুলে দিতে আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এর মধ্যে হল না খোলা হলে আমরা সবাই হলে উঠব।’ 

এর গত ১৭ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তানুযায়ী সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ওই দিন বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মধুমেলার আগেই বাড়ছে ভিড়

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক, আতঙ্ক

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

সেকশন