হোম > সারা দেশ > খুলনা

কুয়েট শিক্ষকদের ক্লাসে ফেরার ঘোষণা

খুলনা প্রতিনিধি

কুয়েট শিক্ষকেরা ড. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কুয়েট শিক্ষক সমিতির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আজ হতে খুলছে হল। 

কুয়েট সমিতির সভাপতি ড. প্রতীক চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

ড. প্রতীক চন্দ্র বিশ্বাস জানান, শিক্ষক ড. সেলিমের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রী, ভাইস চ্যান্সেলরসহ এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছে শিক্ষকেরা। তাই ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা। 

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী শিক্ষক ড. সেলিমের পরিবারকে সকল আর্থিক সুবিধাসহ অতিরিক্ত ১ কোটি টাকা প্রদান, শিক্ষকের স্ত্রীকে তাঁর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করার দাবিও জানায় শিক্ষক সমিতি। 

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর শিক্ষকের মৃত্যুও পর হতে ঘটনার সুষ্ঠু তদন্ত দোষীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষকেরা ক্লাস বর্জন করে। গত ৩ ডিসেম্বর হতে কুয়েট হল এবং কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। আজ ৭ জানুয়ারি হল খুলবে এবং আগামী ৯ জানুয়ারি কুয়েট খুলবে। 

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

সেকশন