খুলনা প্রতিনিধি
অপহরণ ও ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা গাজী এজাজ আহমেদসহ সাত আসামি। গতকাল বুধবার খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুনন্দা বাগচী তাঁদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত অন্য আসামিরা হলেন এজাজ আহমেদের চাচাতো ভাই ও রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান এবং গাজী আবদুল হক, আল আমিন গাজী, আক্তারুল আলম, সাদ্দাম গাজী ও মো. ইমরান হোসাইন।