Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় দুই দিনে দুই ঝুলন্ত লাশ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় দুই দিনে দুই ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনার পাইকগাছায় দুই দিনে দুই ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধ ও বৃহস্পতিবার উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে। 

দুই দিনে দুই লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান। তিনি বলেন, ‘দুই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।’ 

থানা সূত্রে জানা গেছে, উপজেলার সোনাদানা ইউনিয়নের খালিয়ার চক গ্রামের কার্তিক চন্দ্র মণ্ডলের স্ত্রী সরস্বতী মণ্ডল (৪৫) গতকাল বৃহস্পতিবার রাতে বসতবাড়ির বারান্দায় গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। 

সরস্বতী মণ্ডলের পরিবার বলছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এলাকাবাসী বলছেন, স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন। 

অন্যদিকে গত বুধবার উপজেলার লস্কর ইউনিয়নের উত্তর খড়িয়া এলাকায় আপন সরকার নামের এক কিশোর (১৫) গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে স্থানীয় সুব্রত সরকারের ছেলে। 

সুব্রত সরকার বলেন, ‘আমার ছেলে ১০ম শ্রেণিতে লেখাপড়া করত। তার মায়ের কাছে পরীক্ষার ফি চাইলে আজকে দিতে পারবে না বলে জানায়। এতে সে রাগে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে।’

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

ছদ্মবেশে অপরাধী শনাক্ত করবে পুলিশের বিশেষ দল

কেসিসি প্রশাসকের বাজার দর পর্যবেক্ষণ

গাংনীতে ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি

দুই বছরের সাজা এড়াতে ১৭ বছর পলাতক, অবশেষে জেলে

কুয়েটের দুই প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদ

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধের দাবিতে ইউএনও কার্যালয় ঘেরাও

ঘুষি মেরে ট্রাফিক পুলিশের নাক ফাটানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার