হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, কারাগারে ৭

খুলনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

পূর্ববিরোধের জেরে খুলনার পাইকগাছায় ছাত্রলীগের সাবেক নেতা রমজান সরদারের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন সাত হামলাকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। গতকাল শনিবার পাইকগাছার সোলাদানার খাটুয়ামারি গ্রামে এ ঘটনা ঘটে।

পরে আজ রোববার ভুক্তভোগীর মা মনোয়ারা খাতুন বাদী হয়ে আবীর হোসেন, আটক সাত ব্যক্তিসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই সংগঠনের সাবেক নেতা আবীর হোসেন (২৮), মারুফ সরদার (১৪), আবু হুরায়রা ফকির (২০) রাহাত উদ্দীন (১৯), কারিজুল গাজী (২০), রাজা মোড়ল (১৫) ও আকাশ ইসলাম (১৮)। তাঁরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা দুইটার দিকে পূর্ববিরোধের জেরে ছাত্রলীগের সাবেক নেতা আবীর হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন সোলাদানার খাটুয়ামারির রমজান সরদারকে খুঁজতে যান। এ সময় তিনি বাড়িতে ছিলেন না। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে রমজানের বাড়ির আসবাব ভাঙচুর করে আগুন দেন।

এ সময় এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ এবং ধাওয়া দিয়ে হামলাকারী সাতজনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, গ্রামবাসীর মারধরের শিকার ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের