সাতক্ষীরা কলারোয়া উপজেলার কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুল ওহাব সরদার দ্বিতীয়বার স্ট্রোক করে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর টাওয়ার সংলগ্ন নিজ বাড়িতে তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইউপি সদস্য মোখলেছুর রহমান।
আব্দুল ওহাব সরদার রঘুনাথপুর গ্রামের মৃত মোনতাজ আলী সরদারের ছেলে। তিনি কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
মৃত শিক্ষকের ছোট ছেলে আব্দুল করিম সবুজ জানান, গত বছর ডিসেম্বর মাসে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয় উন্নত চিকিৎসা নেওয়ার পরে সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি আসেন। গতকাল রাতে পুনরায় মিনি স্ট্রোক করে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। আজ সকাল ১০টায় রঘুনাথপুর নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।