হোম > সারা দেশ > খুলনা

লাকীসহ সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে গভীর রাতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি 

ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তারসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মেইন গেটে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

এ সময় লাকী আক্তারসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন ইবি শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ সময় ‘ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর’, ‘লতে লাকী, তুই হাসিনা তুই হাসিনা’, ‘চব্বিশের বাংলায়, শাহবাগের ঠাঁই নাই’, ‘শাহবাগীরা মিছিল করে, ইন্টেরিম কী করে’, ‘লাকী ধর বস্তায় ভর, নয়াদিল্লি পাচার কর’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘ইন্টেরিমের কাছে প্রশ্ন রাখতে চাই, লাকীর মতো ফ্যাসিবাদী হাসিনার দোসর কীভাবে এখনো মুক্ত বাতাসে ঘোরাফেরা করছেন। এই লাকী ও তাঁর দোসররা ২০১৩ সালে বিচারহীনতার সংস্কৃতি কায়েম করে ফ্যাসিবাদী হাসিনাকে শক্তিশালী করেছিলেন।’

ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘আজ যাঁরা পুলিশের ওপর হামলা করেছেন, তাঁদেরসহ লাকী আক্তারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। লাকী আক্তারদের বিচার এই বাংলাদেশে অবশ্যই করতে হবে। তিনি যেন হাসিনার মতো কোনোভাবেই ভারতে পালাতে না পারেন।’

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার