হোম > সারা দেশ > খুলনা

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কৃষক লীগ নেতা নুরে আলম সিদ্দিকী

রাজবাড়ী প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নুরে আলম সিদ্দিকী হক। তিনি বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

স্বতন্ত্র নির্বাচন করতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমাদানের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করবেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাংশা-বালিয়াকান্দি-কালুখালী নিয়ে রাজবাড়ী-২ আসন। এই আসন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে। ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করেন বর্তমান সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। এবারও দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। 

নুরে আলম সিদ্দিকী হক জানান, দীর্ঘদিন তিনি রাজবাড়ী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজবাড়ী জেলার প্রত্যন্ত অঞ্চলের সব শ্রেণির মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে। যখনই সুযোগ পেয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করেছেন সারা বছর। রাজবাড়ী-২ আসন এলাকার নিপীড়িত, অবহেলিত, বঞ্চনার শিকার আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রার্থী তিনি। সব সময় তাঁদের পাশে থাকতে চান। বিজয়ী হলে তাঁর নির্বাচনী এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষিব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার