যশোরে জমি লিখে দিতে অস্বীকার করায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে ফয়েজ মোল্লা (৫০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের ডহেরপাড়া গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে। গুরুতর অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ফয়েজ মোল্লা হাসপতালে সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে তার ছেলে আশরাফুল ইসলাম (৩২) তাঁকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। তিনি জমি দিতে অস্বীকার করায় তাঁদের দু’জনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে আশরাফুলের নেতৃত্বে সাত-আটজন তাঁকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ফয়েজ মোল্লা জানান এ বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নেবেন।
এদিকে জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস্ জানান, আহতের মাথায় কোপের চিহ্ন রয়েছে। তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।